ঝালকাঠি আলোচিত জাহিদ হত্যা খুনি মিজান ও মিরাজের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৯:২৩
  • 751 বার পঠিত
ঝালকাঠি আলোচিত জাহিদ হত্যা খুনি মিজান ও মিরাজের বিরুদ্ধে অভিযোগ গঠন
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি গাবখান সেতুর টোল প্লাজায় প্রায় চার বছর আগে সংগঠিত জাহিদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত দুই আসামী মিজান খলিফা ও মিরাজ মৃধার বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান দ-বিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় আসামীরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু। তাকে সহায়তা করেন বাদি নিয়োজিত আইনজীবী মো. আক্কাস সিকদার। আসামী পক্ষে ছিলেন এ্যাড. আব্দুল আলীম। আদালত সূত্রে মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ১০ মে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় টোল আদায়ের কাজ করছিল একই এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২৭)। সকাল ৯ টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খানের ক্যাডার হিসেবে পরিচিত মিজান খলিফার মালিকানাধীন একটি ট্রলিতে টোল দাবি করলে জাহিদের ওপর ক্ষিপ্ত হয় মিজান খলিফা। একই দিন সন্ধ্যা ৬ টার দিকে টোলপ্লাজায় ডিউটি করা কালে মিজান খলিফা ও মিজান মৃধা লোহার রড ও পাইপ নিয়ে হামলা চালায় জাহিদের ওপর। এসময় জাহিদের মাথায় মারাত্মক জখম করে মিজান ও মিরাজ পালিয়ে যায়। টোল প্লাজার কর্মীরা জাহিদকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ মে জাহিদ মারা যায়। জাহিদ মারা যাওয়া আগেই জাহিদের বাবা ফারুক হোসেন ঝালকাঠি থানায় দ-বিধির ৩২৩,৩২৪,৩২৬ ও ৫০৬ ধারায় একটি হত্যা চেস্টা মামলা দায়ের করেন। জাহিদ মারা যাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এস.আই গৌতম কুমার ঘোষ আদালতের অনুমোতি নিয়ে একই বছর ৩১ ডিসেম্বর দ-বিধির ৩২৩,৩০২.৩৪ ও ৫০৬ ধারায় আসামী মিজান ও মিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৭ জুলাই মামলাটি বিচারের জন্য ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়। দুই আসামী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে প্রায়ই আদালতে গড় হাজির থাকে এবং অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করে। ২০১৯ সালের ৩ মার্চ জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। রবিবার মামলার ধার্য্য তারিখে দুই আসামী অনুপস্থিত থেকে তাদের আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন এবং অব্যহতির দরখাস্ত শুনানীর জন্য সময়ের আবেদন করলে আদালতের বিচারক সময়ের আবেদন এবং অব্যহতির আবেদন না মঞ্জুর করে আসামীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং অভিযোগ গঠন করেন। আগামী ০১ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d