ঝালকাঠিতে জ্বর-ডায়রিয়ায় শিশুর মৃত্যু, কোয়ারেন্টাইনে ৬ পরিবার

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ২২:৩৩
  • 758 বার পঠিত
ঝালকাঠিতে জ্বর-ডায়রিয়ায় শিশুর মৃত্যু, কোয়ারেন্টাইনে ৬ পরিবার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক।। ঝালকাঠির জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলভী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার পূর্বপাড় সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলভী একই গ্রামের শহীদ উদ্দিন সরদারের ছেলে। এ ঘটনায় ওই বাড়ির ছয়টি পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েক দিন পর্যন্ত জ্বর, পাতলা পায়খানা ছিল ওই শিশুর। গতকাল রাতে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কাঁঠালিয়া আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া আমুয়া স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার বলেন, বাড়িতেই আলভীর মৃত্যু হয়েছে। তারপরেও ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে আসছিল। ঘটনার পর রাতেই আধা ঘণ্টার মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, স্থানীয় চেয়ারম্যানসহ আমি নিজে সরদারপাড়ায় ওদের বাড়িতে গিয়েছি।

আমরা আশপাশের পরিবারগুলোর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেছি, তারা বলেছে আলভীর গত সাতদিন পর্যন্ত প্রথমে পাতলা পায়খানা ও পরে আমাশয় ছিল, পায়খানার সঙ্গে রক্ত যেত, সঙ্গে জ্বরও ছিল। এ জন্য ফার্মেসি থেকে কিছু জ্বর ও আমাশয়ের ওষুধ খাওয়ানো হয়েছিল আলভীকে। তারপরে গতকাল দুপুরে ছোট একটা তরমুজ ও একাই খেয়েছে। তরমুজ খাবার পরে পেট ফেপে বেশি অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর ওর মৃত্যু হয়েছে।

ডা. তাপস আরও বলেন, আমাশয় হলে তার সঙ্গে একটু জ্বরও থাকে, এটা করোনার কোনো লক্ষণ না। যেহেতু সরদারপাড়া এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, খোঁজ নিয়ে জানলাম ওই বাড়ির পরিবারগুলোর মধ্যে কারও কারও স্বাভাবিক জ্বর ও সর্দি রয়েছে তাই অমরা উপস্থিত সবাই সিদ্ধান্ত নিয়ে ওই বাড়ির ছয়টি পরিবারের ত্রিশজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d