কলাপাড়ায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যের সবজি বাজার চালু

  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ১৮:১১
  • 747 বার পঠিত
কলাপাড়ায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যের সবজি বাজার চালু
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের জন্য বিনামূল্যে সবজি বাজার বসিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগ। শুক্রবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া ও সধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী উদ্যোগে এ বাজারটি চালু করেন।

আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেরশ, পুই শাক, কাচা মরিচ, করোলা সহ ১০ প্রকার সবজি রাখা
হয়েছে এই বাজারে। প্রথমদিন বিনামূল্যে এ সবজি বাজার থেকে প্রায় দুইশতাধিক পরিবার তাদের চাহিদা মত সবজি নিয়ে গেছে। তবে এই চলমান ফ্রি সবজি বাজার সপ্তাহের দুইদিন শুক্রবার ও শবিবার দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। তাদের এ ব্যাতিক্রমী উদ্যোগকে অনেকেই সাধুবাধ
জানিয়েছেন।

কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী জানান, আমরা কর্মহীন অনেক মানুষকে সহযোগিতা করেছি। তারা শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেয়েছে। এজন্যই নিজস্ব অর্থায়নে এই ফ্রি সবজি বাজার চালু করেছি। এ বাজারে যে কোন কেউ সহযোগিতার হাত বাড়াতে পারেন। সবার জন্য উন্মুক্ত। কলাপাড়া সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষজনদের জন্য বিনামূল্যের এ সবজি বাজার চালু করেছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d