ত্রান নিয়ে বাড়ি বাড়ি উজিরপুরে ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১১:৩৪
  • 747 বার পঠিত
ত্রান নিয়ে বাড়ি বাড়ি উজিরপুরে ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া গ্রামঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর বাড়ি বাড়ি ত্রনের খাদ্য সামগ্রী নিয়ে হাজিড় হচ্ছেন বরিশাল জেলার উজিরপুরের বামরাইল ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ হাওলাদার। প্রধানমন্ত্রীর ত্রান তাহবিলের চাল বিতারন করার পরে তার এলাকার জনগনের দূর্ভোগ ও দূর্দশা কষ্ট লাগবের জন্য তিনি নিজের উদ্যোগে ব্যাক্তিগত তাহবিল থেকে চাল ,ডাল, তৈল
,পিয়াজ,সাবান,লবন সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়েজনীয় সামগ্রী প্যাকেট করে ভ্যানগাড়ীতে ও মটর বাইকে করে রাতে বাড়িবাড়ি গিয়ে সাধারন মানুষের কাছে পৌছে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গত কয়েকদিনে তিনি ইউনিয়ন পরিষদের সরকারী সাহয্যর তালিকার বাহিরে প্রায় ৫শত পরিবারকে
তার ব্যক্তিগত ত্রান সামগ্রী দিয়েছেন।এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সামাজিক ব্যক্তিবর্গর সাথে আলোচনা করে ওইসব এলাকার মানুষের সাহায্য দেয়া ও মধ্যবিত্ত পরিবারগুলোকে অতিঘোপনীয় ভাবে সাহয়াতা করে যাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি
দিয়েছেন পর্যাক্রমে তার ৭নং বামরাইল ইউনিয়নের সকল জনগনকে ত্রানের আওতায়
আনবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d