প্রধানমন্ত্রীর কাছে হট লাইনে আবেদন—- পটুয়াখালীতে মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বামী পরিত্যাক্তা উম্মে হেনা

  • আপডেট টাইম : মে ১৩ ২০২০, ২২:২৩
  • 799 বার পঠিত
প্রধানমন্ত্রীর কাছে হট লাইনে আবেদন—- পটুয়াখালীতে  মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বামী পরিত্যাক্তা উম্মে হেনা
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ হট লাইনে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করে মাথা গোঁজার ঠাই পেলেন স্বামী পরিত্যাক্তা ডিগ্রীধারী উম্মে হেনা (৩০)। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাঊকাঠী ইউনিয়নে।
গতকাল ১৩ মে বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী প্রধানমন্ত্রীর বরাবরে হট লাইনে আবেদনকারী স্বামী পরিত্যক্তা উম্মে হেনাকে খোঁজে নিয়ে লাউকাঠী আবাসনে গিয়ে আবাসনে খালি থাকা ১৩০ নম্বর ঘরটি তাকে বুঝিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন সদরের তহসীলদার মোঃ শাহজাহান সিকদার, সার্ভেয়ার আলী আকবর, আবাসনের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ মনিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মাথা গোঁজার ঠাই পেয়ে উম্মে হেনা খুব খুশী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তাকে দোয়া করেন। তিনি জানান, চার বছর আগে তার স্বামী সাত বছরের একটি ছেলে সন্তানসহ তাকে ডির্ভোস দেয়। বাবা নেই বৃদ্ধ মা অসহায়। তাকে কস্ট না দিয়ে পটুয়াখালী পৌরসভার নতুন বাজার এলাকায় একটি ড্রেনের উপর ঝুপরি ঘরে সাত বছরের ছেলেকে নিয়ে বসবাস করি এবং বাসায় বাায় গিয়ে কোরন শিক্ষা দিয়ে কোনমতে জীবন জীবীকা নির্বাহ করে আসছি। হেনা জানান চলতি বছরের ২৯ এপ্রিল হট লাইনে ঘর চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করি। ১১ মে জেলা প্রশাসক স্যার আমাকে তার অফিসে ডেকে নেন এবং সদর উপজেলা ইউএনও স্যারকে ডেকে এনে আমাকে মাথা গোজার জন্য লাউকাঠী আবাসনে একটি ঘর দিতে বলেন। ইউএনও লতিফা ম্যাডাম স্যার আমাকে লাউকাঠী নিয়ে আবাসনের ১৩০ নম্বর খালি ঘরটি থাকার জন্য কাগজপত্র দিয়ে আমাকে বুঝিয়ে দেয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করায় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক স্যার ইউএনও ম্যাডাম আমাকে আমার সাত বছরের ছেলে মোঃ সালমান ইসলাম নাফিজকে নিয়ে একটু মাথা গোঁজার ব্যবস্থা করলেন। আমি একটু ভরসা পেলাম। এখন আল্লাহ ভরসা। এখন ছেলেকে লেখা পড়া করিয়ে মানুষ করাই আমার লক্ষ্য …..। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d