পটুয়াখালীতে মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে অর্থ দন্ড

  • আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ১৮:২৫
  • 1582 বার পঠিত
পটুয়াখালীতে মাস্ক ব্যবহার না  করায় ২০ জনকে অর্থ দন্ড
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে পটুয়াখালী সদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে ২০ জনকে মোট ২০হাজার ৬০০ টাকা অর্থ দন্ড করা হয়।
গত শনিবার দিনব্যাপী সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোকানদার মোঃ শাহিন (২৩) কে ৫০০০টাকা, জমজম খাবার রেস্তোরা মোঃ আলমগীর (৩০)কে ৫০০০ টাকা, মোঃ তুরাগ আহমেদ (১৮) কে ১০০০ টাকা, মাঃ রফিক (২০)কে ১০০০ টাকা, মোঃ শাহিন খান (৩০)কে ১০০০ টাকা, মোঃ সৈকত (২০)কে ১০০০ টাকা, মোঃ এরশাদ (৩২) কে ১০০০ টাকা, মোঃ আল আমিন (২৮) কে ৫০০ টাকা, মোঃ মিজানুর রহমান (৩৮) কে ৫০০ টাকা, মোঃ মিরাজ (২০) কে ৫০০ টাকা, মোঃ ফারুক (২৭) কে , ৫০০/- টাকা, মোঃ মনিরুল ইসলাম (৩৫) কে ১০০০/- টাকা, মৃকান শীল (৩০) কে ২০০/- টাকা, মোঃ রফিকুল ইসলাম (২৮) কে , ২০০ টাকা, মোঃ নুরুজ্জামান (২৮) ে২০০ টাকা, মোঃ মাহমুদুল হাসান (২২) কে ৫০০ টাকা, মোঃ আল আমিন (২৭) কে ৫০০ টাকা, মোঃ আঃ ছালাম শরীফ (৬০) কে ৫০০ টাকা, মোঃ রিয়াদ (২০) কে ৫০০ টাকা সহ সর্বমোট ২০,৬০০ টাকা জরিমানা করা হয়। অভিযান সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চন্দ্র দাস , নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সরওয়ার, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন বলে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রঈছ উদ্দিন জানান। এ অভিযান চলবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d