ভোলায় জমি জমার বিরোধের জেরে স্কুল শিক্ষার্থীর উপর হামলা

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৪:২৭
  • 722 বার পঠিত
ভোলায় জমি জমার বিরোধের জেরে স্কুল শিক্ষার্থীর উপর হামলা
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি।।

দৌলতখান উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের উওর-জয়নগর ৬নং ওয়ার্ডের গফুর আলী  হাওলাদার বাড়িতে জমি জমার বিরোধের জেরে স্কুল শিক্ষার্থীর উপর হামলা ঘটনা ঘটে। এতে আযাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী জান্নাতুল মাওয়া গুরুতর আহত হয়।

আজ শুক্রবার  (২৬ জুন) দুপুর ১২ টায়  উত্তর-জয়নগর ৬নং ওয়ার্ডের গফুর আলী  হাওলাদার বাড়ির চাঁন মিয়া হাওলাদার এর স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল মাওয়ার উপর একই বাড়ির আবুল কালামের ছেলে সাহাবুউদ্দিন (২৫) জমি-জমা বিরোধের জেরে হামলা চালায়। আহত জান্নাতুল মাওয়াকে  ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন। আহত জান্নাতুল মাওয়া ভোলা সদর হাসপাতালের ১১ নাং কেবিনে চিকিৎসারত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  গফুর আলী  হাওলাদার বাড়ির চাঁন মিয়া হাওলাদার ও একই বাড়ির আবুল কালামের সাথে দীর্ঘ দিন  যাবৎ জমি জমা নিয়ে বিরোধ ছিলো। শুক্রবার সকালে জমি জমা বিরোধের বিষয় টি মিমাংসার লক্ষে ইউপি মেম্বার ও স্থানীয়  গন্যমান্য ব্যক্তির উপস্থিতে শালিসি বসে। শালিসিতে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। শালিসের এক পর্যায়ে চাঁন মিয়া হাওলাদারের মেয়ে জান্নাতুল মাওয়ার তাদের পুরাতন বাড়ি থেকে দলিল ও প্রয়োজনীয় কাগজ পত্র আনতে গেলে আবুল কালামের ছেলে সাহাবুউদ্দিন তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারে। জান্নাতুল মাওয়ার ডাক চিৎকারে উভয় পক্ষের লোকজন চলে আসে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।

এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে চাঁন মিয়া হাওলাদারের বড় মেয়ে নাদিয়া ইসলাম শিল্পী জানান আমরা দৌলতখান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d