বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ১৭:১৪
  • 760 বার পঠিত
বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের ১৩ বছরের এক মানষিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামী করে বামনা থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার আসামী হলেন, একই গ্রামের সুলতান প্যাদার ছেলে মো. বাবুল প্যাদা(৩৫)। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ জুলাই) বিকাল তিনটায়। তবে স্থানীয় প্রভাবশালীদের চাপে ভুক্তভোগী ওই শিশুটির পরিবার ঘটনাটি প্রথমে প্রকাশ করতে সাহস পায়নি বলে জানান ধর্ষিতার বাবা। অবশেষে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে ধর্ষিতার পিতা বাদি হয়ে বামনা থানায় মামলাটি দায়ের করতে সক্ষম হন।
এ বিষয়ে ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বলেন, আমার মেয়ে মানষিক প্রতিবন্ধি। অনেক দিন ধরে বাবুল প্যাদা আমার মেয়েকে উত্যক্ত করে আসছিলো। ঘটনার দিন আমরা কেউ ঘরে ছিলাম না। এই সুযোগে বখাটে বাবুল আমার ঘরে ঢুকে আমার প্রতিবন্ধী শিশুকে জোড় করে ধর্ষণ করে। মেয়ের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। এ সময় আমার প্রতিবেশী অনেকেই তাকে আমার ঘর থেকে বেড় হতে দেখেছে। এ ঘটনাটি স্থানীয় পর্যায়ে মিমাংসা করার জন্য প্রভাবশালীরা আমাকে দফায় দফায় প্রস্তাব দেয়। আমি মিমাংসা চাইনা। আমি চাই ওই ধর্ষকের উপযুক্ত শাস্তি হোক। আর যেন কোন নিস্পাপ শিশু বখাটেদের লালসার শিকার না হয়।
তবে অভিযুক্ত ধর্ষক বাবুল প্যাদা বলেন, একটি ছাগল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষ আমাকে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফাসানোর চেষ্টা করছে।
বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ওই প্রতিবন্ধী শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা যথা নিয়মে মামলা নিয়েছি। তবে ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন। আসামীকে গ্রেফতারের প্রচেস্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d