মনপুরায় বিআরডিবি’র সরকারী ঋণ আদায়ে বাঁধা; আরডিওকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট টাইম : জুলাই ১২ ২০২০, ২১:১০
  • 850 বার পঠিত
মনপুরায় বিআরডিবি’র সরকারী ঋণ আদায়ে বাঁধা; আরডিওকে প্রাণনাশের হুমকির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় সরকারী ঋণের কিস্তি আদায়ে বাঁধা প্রধান করছে সংঘবদ্ধ দালাল চক্র। বিআরডিবি থেকে ঋণ গ্রহীতারা কিস্তি দিতে রাজি থাকলেও তাতে বাঁধা প্রদান করছে চক্রটি। এছাড়া গ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি উত্তোলন করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দালাল চক্রের মূল হোতা মোঃ হুমায়ন কবির সেলিম মালতিয়ার বিরুদ্ধে।

এদিকে বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের ঋণের কিস্তি আদায় করতে গেলে পল্লী উন্নয়ন কর্মকর্তা (সংযুক্ত) মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও উঠেছে খোদ দালাল চক্রের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লতাখালী নামক স্থানে ঋণের কিস্তি আদায় করতে গেলে এই ঘটনা ঘটে।

এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (দায়িত্বরত) এইচ. এম সুমনের বরাবর লিখিত অভিযোগ করেন ঋণের কিস্তি আদায়কারী সংযুক্ত আরডিও মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া। এছাড়াও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ এনে মনপুরা থানায় সাধারন ডায়েরী করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (সংযুক্ত) মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভাঃ দাঃ) মোঃ হাফিজুর রহমান ও বিআরডিবি ইরেসপো’র মাঠ সংগঠক মোঃ রবিউল ইসলাম সহ উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঋণের কিস্তি আদায়ের জন্য যায়। সেখানে তারা ঋণ গ্রহীতা কারিমার স্বামীর সাথে কথা বলছিলো। এসময় দালাল চক্রের মূল হোতা মোঃ সেলিম মালতিয়া ও তার ভাই জুয়েল মালতিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিআরডিবি’র অফিসারদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন ও মারধর করতে উদ্ধ্যত হন। এবং ঋণের কিস্তি আদায়ে বাঁধা প্রধান করেন। পরবর্তীতে ঋণের কিস্তি আদায় করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এছাড়া তিনি ঋণের কিস্তির টাকা অফিসে জমা না দিয়ে তাকে দেয়ার কথা বলেন গ্রহীতাদেরকে। দালাল চক্রের মূল হোতা সেলিম মালতিয়ার হুমকির মুখে বিআরডিবি’র অফিসারগন স্থান ত্যাগ করে চলে আসেন।

অনুসন্ধানে জানা যায়, বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের অধীনে ৫ টি মহিলা সমিতির ৫৮ জন মহিলা সদস্যকে ৫ লক্ষ ৯০ হাজার ২ শত ৬৪ টাকা ঋণ দেয়া হয়। এদের মধ্যে অনেকেই ঋণের কিস্তি প্রদান করলেও তা উত্তোলন করে আত্মসাত করেন দালাল চক্রের মূল হোতা মোঃ সেলিম মালতিয়া। ঋণ খেলাপী হওয়ায় অনেক গ্রহীতাকে বিআরডিবি থেকে নোটিশ পাঠানো হয়েছে। এবং ১৩ জন সদস্যের বিরৃদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সার্টিফিকেট মামলা চলমান রয়েছে। নোটিশের প্রেক্ষিতে কুলসুম বেগম, মোসাম্মৎ সুইটি বেগম, খায়রুন নেছা, জাহানারা বেগম, আছমা বেগম, সামছুন্নাহার, বিলকিস বেগম, মাফিয়া খাতুন, পিয়ারা বেগম, মমতাজ বেগম, কারিমা বেগমসহ অনেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে রাজি হয়েছেন। কিন্তু তাদের সবাইকে সেলিম মালতিয়া টাকা অফিসে জমা না দিয়ে তার কাছে জমা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন।

এব্যাপারে জানতে অভিযুক্ত মোঃ হুমায়ুন কবির সেলিম মালতিয়ার চলতি মুঠোফোনে (০১৭২৮-২৫২৬০৮) বহুবার যোগাযোগের চেষ্টা করা হলো তার ফোন বন্ধ রয়েছে।

উক্ত ঘটনায় পল্লী উন্নয়ন কর্মকর্তা (সংযুক্ত) মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া জানান, সংঘবদ্ধ দালাল চক্রের মূল হোতা মোঃ সেলিম মালতিয়া ও তার ভাই জুয়েল মালতিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (দায়িত্বরত) এইচ. এম সুমন এর বরাবরে লিখিত অভিযোগ করেছি। এছাড়াও বিআরডিবি’র কর্মকর্তাদেরকে কিস্তি আদায়ে বাঁধা প্রদান, হেনস্তা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ এনে মনপুরা থানায় সাধারন ডায়েরী করার প্রস্ততি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d