বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালো নাভানা গ্রুপ

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ২১:৫২
  • 721 বার পঠিত
বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালো নাভানা গ্রুপ
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশ থেকে যখন সরে যাচ্ছে প্রিয় স্বজনরা; যখন তাদের সুস্থ করার ক্ষেত্রে দায়িত্ব পালন করছে একমাত্র চিকিৎসকরাই, তখন বরগুনার চিকিৎসকদের সেবা প্রদান আরো সহজ করতে পাশে দাঁড়িয়েছে নাভানা গ্রুপ।
বরগুনা জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন, দু’টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, দু’টি সিপ্যাপ ভেন্টিলেটরসহ বরগুনা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় পিপিইসহ N-95 মাস্ক দিয়েছে নাভানা গ্রুপ। এর ফলে বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান আরো সহজ হবে বলে মনে করছেন চিকিৎসকরা।
জানা যায়, মানবিকতার টানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থাকতে দেশব্যাপী চিকিৎসা সামগ্রী বিতরণ করছে নাভানা গ্রুপ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম বরগুনায় এ চিকিৎসা সামগ্রী দিয়েছে তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া এলাকার বাসিন্দা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মরহুম ইঞ্জিনিয়ার মো. হাসান আলি মোল্লার দৌহিত্র নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আরফাদুর রহমান বান্টির প্রচেষ্টায় বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম বরগুনায় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে নাভানা গ্রুপ।
এ বিষয়ে নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আরফাদুর রহমান বান্টি বলেন, “নাড়ির টান কখনো ছিন্ন হয় না। বরগুনা আমাদের পৈতৃক নিবাস হলেও এই জীবনে দু’একবারের বেশি যাওয়া হয়নি। পেশাগত জীবনে ঢাকাতে স্থায়ী হলেও বরগুনার প্রতি বরাবরই বিশেষ এক টান রয়েছে আমার। ব্যক্তিগত ও পেশাগত শত ব্যস্ততার মধ্যেও বরগুনা বাসীর খোজ খবর রাখি নিয়মিত।”
তিনি আরো বলেন, “বরগুনাবাসীর চিকিৎসার অন্যতম ভরসা স্থল বরগুনা জেনারেল হাসপাতাল। বরগুনা হাসপাতালে নাভানার পক্ষ থেকে পোর্টেবল অক্সিজেন ভেন্টিলেটর, অক্সিজেন কন্সেনট্রেটর আর করোনা কালিন সময়ের অতি প্রয়োজনীয় হাই ফ্লো নেজাল ক্যনোলা নাভানার পক্ষ হতে হস্থান্তর করতে পেরে খানিকটা তৃপ্ত আমি। প্রাণের বরগুনার জন্য আরো অনেক কিছু করতে চাই। আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বরগুনাবাসি করোনা যুদ্ধে জয়ী হবে।”

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d