বরিশালে শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা

  • আপডেট টাইম : জুলাই ২০ ২০২০, ১৯:৩১
  • 730 বার পঠিত
বরিশালে শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক॥ বিভাগীয় শহর বরিশালের জেনারেল হাসপাতালে বিদেশগামী যাত্রীদের
করোনা নমুনা টেষ্ট পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। আজ সোমবার (২০ই) জুলাই থেকে বরিশাল জেনারেল হাসপাতালে এই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

দক্ষিণাঞ্চল সহ বরিশাল বিভাগের সর্ববৃহৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটিপিসিআর মেশিন রয়েছে। এজন্য বরিশাল জেলার জেনারেল হাসপাতালে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের জন্য একটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। কার্যক্রম শুরুর প্রথমদিনে ১জন ব্যক্তি তার নমুনা দিতে আসেন।

নমুনা প্রদানকারী সিরাজুল ইসলাম জানান, তিনি দুবাই যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তার রিপোর্ট পাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হাসেন জানান, নির্ধারিত ফ্লাইটের ৭২ঘন্টার মধ্যে নমুনা প্রদানের জন্য বিদেশ গমনেচ্ছুকব্যক্তিদের আসতে হবে। সেক্ষেত্রেআগে আসলে তার নমুনা নেয়া হবে না। নমুনা সংগ্রহে হাসপাতালের বিশেষ বুথ
সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

সংশি-ষ্ট সূত্র জানিয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীদের নির্ধারিত ফ্লাইটের সময়সূচীর ৭২ ঘন্টা আগে করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে তার রিপোর্ট প্রদান করতে হবে। সেক্ষেত্রে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাবদ সাড়ে
৩হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হলে সেক্ষেত্রে ফি দিতে হবে সাড়ে ৪হাজার টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d