হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়া ওসি স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২০, ১১:৫১
  • 702 বার পঠিত
হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়া ওসি স্ট্যান্ড রিলিজ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক।। হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয় লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ ঘটনায় ওই ওসিকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকার টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ওসি মাহফুজ আলমকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। তবে এ ব্যাপারে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

ভাইরাল হওয়া সাত মিনিটের ভিডিওটিতে দেখা যায়, একটি মারামারি মামলার আসামিপক্ষের লোকজনের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন ওসি। মামলার আসামিকে তিনি গ্রেফতার না করে উল্টো বাদীকেই হয়রানি করতে ঘুষ গ্রহণ করতে দেখা যায় ওসিকে।

ভিডিওতে দেখা যায়, লালমনিরহাট সদর থানায় নিজের কক্ষে বসে আছেন ওসি। আর দর্শনার্থীদের চেয়ারে বসে থাকা দুইজনের কণ্ঠ শোনা যাচ্ছে অডিওতে। অপরপ্রান্তে থাকা দু’জনের সঙ্গে কথা বলছেন ওসি। ওসি মাহফুজ আলম তার অফিসকক্ষে মারামারির মামলায় প্রধান অভিযুক্তকে বাদীপক্ষের বিরুদ্ধে কখন কী মামলা করতে হবে, কীভাবে শায়েস্তা করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। মামলার তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে বলছেন। টাকা পয়সা লেনদেনের সময় ওসিকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের এবং ঘুষদাতার হাত স্যানিটাইজ করে নিতে দেখা যায়।

এ বিষয়ে ওসি মাহফুজ আলম বলেন, মামলার বিষয় নিয়ে অনেকেই পরামর্শ করতে আসেন। এর আগেও এসেছেন। ভিডিওতে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ‘এটি একটি ষড়যন্ত্র মাত্র’।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d