বরিশাল কলেজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের মায়ের পাশে বিএনপি নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৩:১৭
  • 700 বার পঠিত
বরিশাল কলেজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের মায়ের পাশে বিএনপি নেতৃবৃন্দ
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ চট্রগ্রাম থেকে ৮ বছর পূর্বে গুম হয়ে যাওয়া বরিশাল সরকারী বিএম কলেজ ছাত্রদল নেতা ও বিসিসি (১৯) নং ওয়ার্ড সভাপতি ফিরোজ খান কালু ও তার সহদর সরকারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা মিরাজ খানের মাতা ফিরোজা বেগমকে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বরিশাল মহানগর বিএনপি’র পক্ষ থেকে শান্তনা ও আর্থিক
সহযোগীতা প্রদান করা হয়।

 

রবিবার (৩০ই) আগস্ট কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মী নিখোঁজ গুম ও হত্যা হওয়ায় সারাদেশে বিএনপি কর্তৃক ঘোষিত গুম দিবস উপলক্ষে নিখোঁজ নেতাদের বাসায় বাসায় গিয়ে তাদের স্বজনদের খোঁজ-খবর নেয়া ও শান্তনা দেন বিএনপি নেতৃবৃন্দ। সকাল ১১ টায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বরিশাল মহানগর বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, রফিকুল ইসলাম (রুনু) সরদার, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,সহ-সভাপতি সাজ্জাদ পারভেজ, আসাদুজ্জামান তৌহিদ,মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বোচ্ছাসেবকদল সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,সাংগঠনিক সম্পাদক
রাসেদুজ্জামন রাসেদ,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় ফিরোজ খাঁন কালু মিরাজের মাতা ফিরোজা বেগম গণ মাধ্যমের সামনে কান্না কন্ঠে বলেন, আজ আমি বেঁচে থেকেও মরার মত বেঁচে আছি। এর চেয়ে আমার মরন ভাল ছিল। আজ পর্যন্ত জানতে পারলাম না। আমার ছেলেরা বেঁচে আছে কিনা। একবার যদি শুনে যেতে পারতাম আমার মৃত্যুর পূর্বে ছেলেরা বেঁছে আছে। তিনি আরো বলেন শুনেছি প্রধানমন্ত্রী স্বজন হারানো ব্যাথায় ব্যাথিত। তাহলে অন্য মায়ের স্বজন হারানো কান্না তার কানে গিয়ে পৌছায় না।

 

অপরদিকে বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, বর্তমান সরকারের শাষন আমলে আমাদের বিএনপি ও অঙ্গগঠন সহ সারাদেশে যেসকল নেতা-কর্মী গুম নিখোঁজ হয়েছে তাদের খুজে বেড় করার দায়ীত্ব সরকার প্রধান সহ প্রশাসনিক কর্মকর্তাদের। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটিও নিখেঅঁজ ব্যাক্তিদের সন্ধান সরকারের কোন দপ্তর থেকে দিতে না পারার কারনেই বিএনপি সারাদেশে গুম-নিখোঁজ দিবস পালন করে আসছে। এই গুম দিবস উপলক্ষে আমাদের দুই সহকর্মী ৮ বছর পূর্বে গুম হয়েছে এ উপলক্ষে নিখোঁজ সহকর্মীর মাকে সহ মর্মিতা ও শান্তনা দিতে এসেছি।

 

উল্লেখ্য ২০১২ সালের ২৪ই আগস্ট ফিরোজ খাঁন কালু ও তারই সহদর মিরাজ খান ৩ই এপ্রিল চট্রগাম থেকে গুম হয়ে যায় যা আজ পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d