আমতলীতে একই স্থানে আ’লীগের দু’গ্রুপে সমাবেশ আয়োজন: ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২১, ০৫:৪২
  • 720 বার পঠিত
আমতলীতে একই স্থানে আ’লীগের দু’গ্রুপে সমাবেশ আয়োজন: ১৪৪ ধারা জারি
সংবাদটি শেয়ার করুন....

বরগুনার আমতলী উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৬ জুন (বুধবার) বুধবার সকাল ৯ থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন।

উপজেলা আ’লীগ সূত্রে জানা গেছে, আমতলীর যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যাচেষ্টার ঘটনায় গত শনিবার আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের ১৫ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। আজাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। অপরদিকে, এ মামলা থেকে অব্যাহতি পেতে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন।

আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মো. আরিফ-উল-হাসান আরিফ বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ১৪৪ ধারা চলমান থাকা অবস্থায় মানববন্ধনসহ সকল প্রকার অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইকিং নিষিদ্ধ করা হয়েছে। জান-মালের নিরাপত্তা রক্ষার্থে প্রশাসন তৎপর থাকবেন। কোনো অরাজকতা মেনে নেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দরকার হলে ১৪৪ ধারার সময় বাড়ানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্
%d