বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২১, ০৬:৩৫
  • 700 বার পঠিত
বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে

পাসপোর্ট হাতে পাওয়ার প্রক্রিয়াটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে আজ কাঙ্ক্ষিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন ফুটবলার এলিটা কিংসলে। আজ সকালে দশ বছর মেয়াদি ই-পাসপোর্ট তার হাতে তুলে দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

বাংলাদেশি ফুটবলে পরিচিত নাম এলিটা কিংসলে। নাইজেরিয়ান স্ট্রাইকার বৈবাহিক সূত্রে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। এর আগে মার্চ মাসে পেয়েছিলেন নাগরিকত্ব সনদ। কিন্তু পাসপোর্টের জন্য বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার অপেক্ষায় আছেন কিংসলে। পাসপোর্ট পাওয়ায় সে পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

পাসপোর্ট হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত কিংসলে বলছিলেন, ‘আমি ফুটবলার। সব সময়ই খেলতে চাই। আসলে পাসপোর্টের জন্যই আমি খেলতে পারছিলাম না। এখন আমার এ দেশের হয়ে ফুটবল খেলতে কোনো বাধা নেই। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে।’

২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে শুরু করেছিলেন কিংসলে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২০ সালে করোনার কারণে বাতিল হয়ে যাওয়া লিগে খেলেছেন আরামবাগের হয়ে। সেবার ৫ ম্যাচে করেছিলেন ৫ গোল।

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে কিংসলেকে বাতিল করতে হয়েছে তাঁর জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব। সেই প্রক্রিয়া শেষ করেই বাংলাদেশের নাগরিকত্ব পান তিনি। আবেদন করেন বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d