বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই ‘না’ বলা যায় : উসমান খাজা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২১, ০৭:৩৮
  • 712 বার পঠিত
বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই ‘না’ বলা যায় : উসমান খাজা
সংবাদটি শেয়ার করুন....

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ঘটনায় বিশ্বজুড়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। একপক্ষ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে কেন ক্রিকেট খেলতে হবে। আরেক পক্ষ এটাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। দুই দেশ সফর বাতিল করায় অস্ট্রেলিয়াও তাদের আগামী বছরের সফর নিয়ে ভাবনাচিন্তা করছে। এর মাঝে খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা বলেছেন, নিরাপত্তা হুমকির কারণে দুটি সিরিজ বাতিল হয়েছে- এটা তিনি বিশ্বাস করেন না।

খাজা বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান। আমি মনে করি, একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না। এটা আমরা সবাই জানি যে, টাকায় কথা বলে। এটি (সফর বাতিল) সম্ভবত এরই (টাকা) একটি বড় অংশ। পাকিস্তান বারবার প্রমাণ করছে যে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোন কারণ নেই।’

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা উসমান খাজার জন্ম পাকিস্তানে। ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আরও বলেন, ‘অনেক নিরাপত্তা সেখানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। এমনকি পিএসএল চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলে এটা কেমন ছিল… তারা আমাকে একই কথা বলে যে, শতভাগ নিরাপদ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্
%d