পিরোজপুরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভেঙে দিল বখাটে

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৩৫
  • 639 বার পঠিত
পিরোজপুরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভেঙে দিল বখাটে
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলপডুয়া বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে এক বখাটে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত মামুন সাজ্জালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের নিজামুল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২০) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলত সে। এমনকি নানা অযুহাতে স্কুলছাত্রীর বাড়িতে ঢুকেও উত্যক্ত করত। এ অবস্থায় ওই স্কুলছাত্রীর বড় ভাই মামুন বখাটে ফরিদকে নিষেধ করলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে বখাটে ফরিদ।

এ বিষয়ে মামুন বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী থানায় বখাটে ফরিদ নামে থানায় লিখিত অভিযোগ করেন।
আহত মামুন সাজ্জাল জানান, আমার ছোট বোন সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে স্থানীয় বখাটে ফরিদ উত্যক্ত করায় আমি প্রতিবাদ করি। এতে সে আমাকে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে। এ ঘটনার পর বখাটে ফরিদের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d