গলাচিপায় আইনজীবীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২৩, ০৫:৫৫
  • 129 বার পঠিত
গলাচিপায় আইনজীবীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর গলাচিপায় আইনজীবীসহ ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, বুধবার (৪ জানুয়ারি) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে এই মামলা দায়ের করেন, আদালত গলাচিপা থানাকে তিন কর্মদিবসের মধ্যে মামলা গ্রহণের আদেশ দিয়েছেন, 

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী সমিতির নবনির্মিত চারটি চেম্বারঘর বরাদ্দ ও আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের জায়গা নির্ধারণের জন্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলমসহ নেতারা গলাচিপা আসেন
চারটি চেম্বার ঘরের বিপরীতে পাঁচজন অ্যাডভোকেট আবেদন করেন, ওই দিন ঘর বরাদ্দের জন্য লটারি হওয়ার কথা ছিল, গলাচিপা আদালতের আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. আল মামুন খান লটারি বা কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই ২ নম্বর কক্ষটি তালাবদ্ধ করে দখল করে রাখেন, এ নিয়ে আইনজীবী নেতাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অ্যাডভোকেট মো. আল মামুন খান ও তাঁর সহযোগীরা তাদেরকে লাঞ্ছিত করেন
এ ঘটনায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে মো. সাবু প্যাদা, মো. রুবেল, মো. আল মামুন খান, হুন্ডা শাহিন, মো. ফিরোজ ও মো. মলিকে আসামি করে পটুয়াখালী আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে মামলা দায়ের করেছেন, 

এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আল মামুন খান সংবাদকর্মীদের বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে, 

গলাচিপার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান জানান, আদালতের কোনো আদেশ এখনো হাতে পাইনি

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d