পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবি করায় বিএম কলেজে বিক্ষোভ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ০৪:২৭
  • 168 বার পঠিত
পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবি করায় বিএম কলেজে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে স্মাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার ফরম পূরণের অর্থের সঙ্গে তৃতীয় বর্ষের পরিশাধ করা সেশন ফি পুনরায় দাবি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ফরম পূরণে এই অতিরিক্ত অর্থ প্রত্যাহার করার দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তাঁদের দাবি তুলে ধরেন। এসময় তাঁরা চতুর্থ বর্ষের ফরম পূরণে তৃতীয় বর্ষের পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবি করায় তা প্রত্যাহার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষাথীরা জানান, স্মাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ এবার ৬ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি বাবাদ ধরা হয়েছে ২ হাজার ২৫০ টাকা। কিন্তু সেশন ফির এই অর্থ তাঁরা আগেই পরিশোধ করেছেন। কিন্তু চতুর্থ বর্ষের ফরম পূরণে পুনরায় তৃতীয় বর্ষের সেশন ফি ধার্য্য করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। অযৌক্তিক কোনো দাবি করছি না। আমাদের দাবি মানতে হবে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার কক্ষে যান এবং তাদের দাবি তুলে ধরে তা বাস্তাবায়নের আহবান জানান। কলেজ অধ্যক্ষ এসময় তাঁদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা পৌনে ১ টার দিকে বিক্ষোভ স্থগিত করেন।
বিএম কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীরা দাবি করেছে তারা তৃতীয় বর্ষের সেশন ফি পরিশোধ করেছেন। যদি সেটা করে থাকেন তাহলে বিষযটি বিবেচনা করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
সারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ ম
%d