সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৪, নিখোঁজ ৪ শ্রমিক

  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২৩, ০৬:০০
  • 169 বার পঠিত
সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৪, নিখোঁজ ৪ শ্রমিক
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন জাহাজের আরো চার শ্রমিক। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে।ফলে ওই রুমে অগ্নিকাণ্ড হয়। এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চারজন দগ্ধ হন। দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)।

পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন। জাহাজের বাইরে থাকায় বেঁচে গেছেন বাবুর্চি বেলায়েত হোসেন।

ঝালকাঠি পদ্মা অয়েল কম্পানির কর্মী আব্দুস সালাম জানান, সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। আজ (শনিবার) বিকেলে জাহাজটি দিয়ে তেল খালাস করার কথা ছিল। ইঞ্জিনরুমের তলা ফেটে আস্তে আস্তে জাহাজটি ডুবে যাচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, জাহাজে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন চারজন। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
সারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, উজিরপুরে মিষ্টি বআমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, প্রশ্ন প্আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ ম
%d