হেলিকপ্টারে বরিশালে সাকিব

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৩, ০৬:৩৮
  • 123 বার পঠিত
হেলিকপ্টারে বরিশালে সাকিব
সংবাদটি শেয়ার করুন....

কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। আজ সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি–শুটিংয়ের কাজে।

আজ সকালে হেলিকপ্টারে বরিশালে গিয়ে সাকিব যোগ দেন একটি হাসপাতালের বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে। সেখানে গিয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ের স্বপ্নের কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।

ওষুধ বিতরণ ও রক্তদানের মতো কর্মসূচির প্রশংসা করে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আমার নিজের একটা ক্যানসার ফাউন্ডেশন আছে। এ রকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’

বরিশাল থেকে ফিরে রাজধানীর বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব। শুটিংয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজের ব্যস্ততা নিয়ে। খেলার ব্যস্ততা তো আছেই। মাসে দূতিয়ালি, বিজ্ঞাপন কেমন করা হয় তাঁর? এ নিয়ে সাকিবের উত্তর, ‘টানা অনেক শুটিংই করেছি। ১২-১৫টা শুটিং করার অভিজ্ঞতা তো আছেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। আসলে অত বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করার পথ তো বের করাই লাগে। সময় ধরে ধরে আসলে কাজগুলো করতে হয়। একটু ব্যস্ততা থাকে। তবে ভালোই লাগে ব্যস্ততা।’

আপাতত পাঁচ দিন বাংলাদেশে আছেন সাকিব। আগামী রোববার এশিয়া কাপ খেলতে তাঁর দলের সঙ্গে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d