আর্জেন্টিনায় অভিষেকে গোল জামালের

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ০৪:৪৭
  • 90 বার পঠিত
আর্জেন্টিনায় অভিষেকে গোল জামালের
সংবাদটি শেয়ার করুন....

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে গোলে অভিষেক রাঙিয়েছেন জামাল ভুঁইয়া। রাওসন জার্মিনালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচটিতে সোল দে মায়ো ২–১ ব্যবধানে জয় পায়।

সোল দে মায়ো–জার্মিনালের ম্যাচটি ছিল ‘ফেডারেল এ’ প্রতিযোগিতায়, যা আর্জেন্টাইন ফুটবলের তৃতীয় স্তরের দুটি পেশাদার লিগের একটি।

চলতি মাসে দেড় বছরের চুক্তিতে সোল দে মায়োতে যোগ দেন জামাল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম তেলাম জানায়, স্থানীয় সময় রোববার বিকেলে জামালের অভিষেক ম্যাচটি দেখতে সোল দে মায়ো স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় ৫০ বাংলাদেশি। তাঁদের হাতে ছিল জামালকে স্বাগত জানানো ব্যানার এবং বাংলাদেশের পতাকা। জামাল এই ম্যাচে দলের অধিনায়কত্ব করেন।

ম্যাচের ৩০ মিনিটে সোল দে মায়োকে এগিয়ে দেন ফেদেরিকো ভালদেবেনিতো। ৮১ মিনিটে দলটি পেনাল্টি পেলে জামালকে শট নেওয়ার জন্য পাঠানো হয়। ডান পায়ের শটে বাঁ কোনা দিয়ে বল জালে পাঠান জামাল। আজ এই গোলের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনায় আমার নতুন দলে অভিষেক ম্যাচে জয় পাওয়ায় ও গোল করে আমি খুশি।’

‘ফেডারেল এ’ প্রতিযোগিতায় ৩৬টি দল চারটি অঞ্চলে ভাগ হয়ে খেলে। ‘জোন এ’–তে সোল দে মায়ো ৩২ পয়েন্ট নিয়ে ৯টি দলের মধ্যে ৬ নম্বরে আছে। সেরা চারটি দল আঞ্চলিক প্লে–অফে খেলে থাকে।

জামালের অভিষেক ম্যাচের প্রতিবেদনে আর্জেন্টিনার ওলে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল দল ও দেশটি কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলকে বিপুল সমর্থন দেওয়ায় আমাদের দেশেও খুবই জনপ্রিয়।’ জামালের অভিষেক ম্যাচটি স্থানীয় লোকজনের জন্য আনন্দের মুহূর্ত এবং বাংলাদেশের প্রতি সম্মান দেখানো বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধআগামীতে কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদসারা বিশ্বে এমআর-৯, মুক্তি পাবে চীনেওভোলায় মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসিফিলিস্তিনিদের দুর্দশা কমাতে দরকার মুসলিম দেছুরি-ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টনপ্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রীজনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে জয়ী হতে শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কউত্তাল নথুল্লাবাদআনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্
%d