শেবা‌চিম হাসপাতা‌লে ৭ দি‌নে কোন রো‌গি সুস্থ্য হয়‌নি - The Barisal

আক্রান্ত ২৩৭ , সুস্থ্য ০

শেবা‌চিম হাসপাতা‌লে ৭ দি‌নে কোন রো‌গি সুস্থ্য হয়‌নি

  • আপডেট টাইম : জুন ০২ ২০২০, ২৩:৩৯
  • 823 বার পঠিত
শেবা‌চিম হাসপাতা‌লে ৭ দি‌নে কোন রো‌গি সুস্থ্য হয়‌নি
সংবাদটি শেয়ার করুন....

শেবা‌চিম হাসপাতা‌লের চি‌কিৎসা ব্যবস্থা নি‌য়ে প্রশ্ন উঠ‌তে শুরু ক‌রে‌ছে। মাত্র সাত‌দি‌নের আক্রান্ত ও সুস্থ্যতার প‌রিসংখ্যা‌নে রী‌তিমত চম‌কে উঠ‌তে হয়। জেলা প্রশাস‌নের তথ্য ম‌তে এই সাত‌দি‌নে ক‌রোনা প‌জে‌টি‌ভের সংখ্যা ২৩৭। আর ৭ দি‌নে সুস্থ্য হ‌য়ে কোন রো‌গি বা‌ড়ি ফির‌তে পা‌রে‌নি। পক্ষান্ত‌রে ক‌রোনা উপসর্গ নি‌য়ে এ হাসপাতাল থে‌কে মাত্র ৩ দি‌নে সাত ৫ রো‌গির মৃতু্যর সংবাদ মি‌লে‌ছে।
‌জেলা প্রশাস‌নের মি‌ডিয়া সে‌লের তথ্য অনুযায়ী ২৭ মে ১৩জন আক্রান্ত হ‌য়ে‌ছে, কোন সুস্থ্যতা নেই, ২৮ মে আক্রান্ত ১৪, সুস্থ্য নেই, ২৯ মে আক্রান্ত ২২ জন, সুস্থ্য নেই, ৩০ মে আক্রান্ত ৪৯ জন, সুস্থ্য হন‌নি কেউ, ৩১ মে আক্রান্ত ৪০ জন, সুস্থ্য নেই, ১ জুন ৪৫ জন আক্রান্ত, সুস্থ্য নেই, আর আজ ২ মে রেকর্ড আক্রান্ত৫৪ জন, আজও কেউ সুস্থ্য হন‌নি।
‌শেবা‌চিম হাসপাতা‌লের ক‌রোনা ওয়া‌র্ডের চি‌কিৎসা নি‌য়ে আ‌গে থে‌কেই প্রশ্ন উঠে‌ছে। ৩১ মে ঢাকা থে‌কে এক প‌রি‌চিত সাংবা‌দিক ফোন ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, তারা মামা ২৮ মে থে‌কে শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি। কিন্তু ৩১ মে পর্যন্ত কোন চি‌কিৎসক তা‌কে দেখ‌তে যান নি। এর আ‌গে মারা যাওয়া এক রো‌গির স্বজনও এধর‌নের গুরুতর অ‌ভি‌যোগ ক‌রে‌ছি‌লেন। তাহ‌লে হাসপাতা‌লে কেন? চরম অব্যবস্থাপনার কার‌ণে বহু রো‌গি হাসপাতালমূ‌খি হ‌চ্ছেন না। তারা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন। একটু ভাল বোধ কর‌লেই রাস্তায় বের হ‌য়ে পড়‌ছেন। ছ‌ড়ি‌য়ে দি‌চ্ছেন ক‌রোনা ভাইরাস। নগরী‌তে এভা‌বে শতশত রো‌গি ঘু‌রে বেরা‌চ্ছে। য‌দি হাসপাতা‌লের চি‌কিৎসা ব্যবস্থা উন্নত হত, তাহ‌লে ভ‌র্তি হ‌তে দীর্ঘ লাইন প‌ড়ে যেত। গুঞ্জন র‌য়ে‌ছে এর চে‌য়ে বরগুনার হাসপাতা‌লে চি‌কিৎসা ব্যবস্থা অ‌নেক ভাল। প্রায় সব রো‌গি ভাল হ‌য়ে বা‌ড়ি চ‌লে গে‌ছেন। প্রশাসন সব স্থা‌নে সফল ম‌নিট‌রিং কর‌লেও শেবা‌চিম হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টের চি‌কিৎসা ব্যবস্থা ম‌নিট‌রিং এর কোন ব্যবস্থা নেয়‌নি। নি‌লে হয়ত রো‌গিরা মারা গে‌লেও অন্তত সু চি‌কিৎসা নি‌য়ে মারা যেত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট