শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী প‌রিষ‌দের সে‌ক্রেটারী আদনান হা‌বিবের পিতার ই‌ন্তেকাল - The Barisal

শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী প‌রিষ‌দের সে‌ক্রেটারী আদনান হা‌বিবের পিতার ই‌ন্তেকাল

  • আপডেট টাইম : জুন ০৮ ২০২১, ২২:০২
  • 762 বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী প‌রিষ‌দের সে‌ক্রেটারী আদনান হা‌বিবের পিতার ই‌ন্তেকাল
সংবাদটি শেয়ার করুন....

‌বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী প‌রিষ‌দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হা‌বি‌বের পিতা মোঃ খা‌য়েজ আহ‌মেদ মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৫১ মি‌নি‌টের সময় ই‌ন্তেকাল ক‌রেন। ( ইন্না লিল্লা‌হে ,,,, রা‌জেউন)। তিনি কিছু‌দিন যাবৎ অসুস্থাবস্থায় হাসপাত‌লে ভ‌র্তি ছি‌লেন। তার মৃত‌্যু‌তে সংগঠ‌নের ৫০ হাজার কর্মচারীর মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌নে‌ছে। আচ বুধবার বাদ জোহর মরহুমের নামা‌জে জানাজা ক‌রিমউল্লাহ বিদ‌্যাল‌য়ের মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌বে।
এ‌দি‌কে মোঃ খা‌য়েজউল্লার মৃত‌্যু‌তে গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে বিবৃ‌তি দি‌য়ে‌ছেন কেন্দ্রীয় সভাপ‌তি র‌ফিকুল ইসলাম মন্টু, সহ সভাপ‌তি কা‌র্তিক সরকার, না‌র্গিস নহার, আ‌লিম দা‌রিয়া, না‌সির তালুকদার, য‌শোর জেলার সভাপ‌তি জা‌জিদুল ইসলাম, মে‌হেরপুর জেলার সভাপ‌তি সাধারণ সস্পাদক, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, জিহাদ হো‌সেন, রা‌কিব, ইছা তালুকদার, আব্দুস ছালাম, জুলমত আলী, জাফর আলী, রজন চন্দ্র দাস, সুমন মিয়া, লুৎফর রহমান রিপন, ই‌লিয়াস হো‌সেন, সাইফুল ইসলাম, সোলায়মান প্রমা‌নিক, শা‌মিম আল মামুন, আব্দুল ক‌রিম শেখ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিটির সভাপ‌তি জিয়া শাহীন, জেলা সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম, মহানগর সভাপ‌তি মোঃ হা‌বিবুর রহমানসহ পটুয়াখালীর মাসুদুর রহমান, শ‌হিদ আলম, ভোলা, বরগুনা, পি‌রোজপু‌র, ফ‌রিদদুপর উত্তর, ফ‌রিদপুর দ‌ক্ষিণ, রাজবা‌ড়ি জেলার নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট