বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল লঞ্চ ঘটে যাত্রী টানা হেচরার প্রতিবাদ করা পারাবত লঞ্চ কোম্পানীর কলারদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে গতকাল বাসায় নেয়া হয়েছে। এদিকে এই ন্যাক্কারজনক ঝটনার তিন দিনেও পুলিশ রহস্যজনকভাবে কাউকে গ্রেফতার না করায় ক্ষুদ্ধ নগরবাসী।
গত সোমবার রাতে বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের নিয়ে টান হেচরা করছিল পারাবত লঞ্চের কলাররা। এ নিয়ে সুন্দরবন লঞ্চের কলারদের সাথে পারাবত লঞ্চের বচচা শুরু হয়। একপর্যায়ে পারাবত লঞ্চের কলাররা হামলা টালায় সুন্দরবন লঞ্চে। তারা পিটিয়ে গুরুতর জখম করে কাউন্টার ম্যানেজার জাকির হোসেনকে। দ্রুত তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় সুন্দরবন লঞ্চের পক্ষ থেকে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়। কিন্তু ঘটনার তিনদিনের কাউকে গ্রেফতার করতে না পরায় পুলিশের ভূমিকা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আজিমুল করিম জানান, বুধবার পর্যন্ত আসামীদের গ্রেফতার করা হয়নি।