মেহেন্দিগঞ্জ'র ওয়ার্ড বিএনপি সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত - The Barisal

মেহেন্দিগঞ্জ’র ওয়ার্ড বিএনপি সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২৪, ০২:৩৭
  • 34 বার পঠিত
মেহেন্দিগঞ্জ’র ওয়ার্ড বিএনপি সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জ’র ওয়ার্ড বিএনপি সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

শামীম আহমদ।। দীর্ঘদিন আওয়ামী লীগ নেতৃবৃন্দের ছত্রছায়ায় পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যাবসা বন্ধ করার জন্য ওয়ার্ড বিএনপি সভাপতির নেতৃত্বে মিছিল করা হয়। এর প্রতিহিংসার কারনে সন্ত্রাসীরা ওয়ার্ড সভাপতি শাজাহান রাঢ়ি, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি পানুু রাঢ়ি, আফসার রাঢ়ি সহ ৮/১০ জনক পিঠিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এদের মধ্যে ওয়ার্ড বিএনপি সভাপতি শাজাহান রাঢ়ি ও আফসার রাঢ়িকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।

শুক্রবার সাড়ে আটটার দিকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজলার উত্তর উলানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহত পরিবারের সদস্য জানান।

বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা ও হাসপাতালে ভর্তি করার সংবাদ শুনে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মেহেন্দিগঞ্জ-হিজলার সাবক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক মেহেন্দিগঞ্জ উপজলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু সহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতাল ছুটে যান।

এসময় তারা আহতদর সার্বিক খাঁজ নয়া ও চিকিৎসকদর সাথ সু-চিকিৎসার জন্য অনুরাধ করন। হাসপাতাল বস আহত ছাত্রদল সহ সভাপতি পানু রাঢ়ি বলন,বিগত সরকারর সময় আওয়ামী লীগ ছত্রছায়া উত্তর উলানিয় এলাকায় মাদক ব্যবসার স্বর্গরাজ্য গড় তাল মনার রাঢ়ি ও তার অনুসারিরা।

দশর পক্ষাপট পরিবর্তনর কারন উলানিয়া এলাকায় স¿াসী কর্মকান্ড ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য উলানিয়া ওয়ার্ড বিএ নপি সভাপতি শাজাহান রাঢ়ির নতত্ব রাত একটি মিছিল বড় কর।

পর মিছিল শষ কর বাড়ি ফরার পথ নয়াখালী মানান রাঢ়ির বাড়ির সামন ১০/১৫ জনর একদল স¿াসী তাদর উপর হামলা চালিয় পিটিয় ও ধারালা অস্ত্র দিয় কুপিয় আহত কর চল যায়।

পরবর্তীত রাত আহত শাজাহান রাঢ়ি ও আফসার রাঢ়িক বরিশাল শর বাংলা মডিকল কলজ হাসপাতাল ভর্তি করা হয়।

এব্যাপার মহদিগঞ্জ থানা ইনচার্জ অফিসার (ওসি) ইয়াছিনুল হক বলন এখন পর্যÍ এঘটনায় কহ থানায় কান অভিযাগ নিয় আস নাই।অভিযাগ দিল তা তদÍ কর হামলাকারীদর বিরুদ্ধ আইনানুগ ব্যব¯া গ্রহন করা হব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট