বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ক্লেমন এর সৌজন্যে অ্যাক্টিভ পালস ১০ কিলো ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ব্র্যান্ড ক্লেমন এর নতুন ভ্যারিয়েন্ট “ক্লেমন জিরো”। হোটেল রেনেসাঁ এর বল্রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ফিটনেস লাভারদের কথা চিন্তা করে ক্লেমন নিয়ে এলো ক্লেমন জিরো।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন। শহর, গ্রাম কিংবা মফস্বলে উৎসবে, আয়োজনে কিংবা নিত্যদিনের চাহিদায় ক্লেমন পৌঁছে গেছে সবার হাতে হাতে। দিন দিন মানুষ আরও বেশি ফিটনেস সচেতন হয়ে উঠছে। তাই সুগারের কারণে অনেকেই সব ধরনের বেভারেজ এড়িয়ে চলেন। তবে রিফ্রেশিং কোনো ড্রিংক এঞ্জয় করার ইচ্ছা তাদের মাঝেও থাকে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে ক্লেমন নিয়ে এলো ক্লেমন জিরো।
উক্ত অনুষ্ঠানে ক্লেমন জিরো নিয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর মাননীয় ডিরেক্টর অপারেশন জনাব সৈয়দ জহুরুল আলম বলেন- “আমরা সবাই ফিজি ড্রিংক এনজয় করতে পছন্দ করি। তবে ফিটনেস নিয়েও যেন কম্প্রোমাইজ করতে না হয়, তাই ক্লেমন নিয়ে এলো সুগার ফ্রি ক্লেমন জিরো। আশা করি ক্লেমন জিরো সবার ভালো লাগবে ও সাফল্য লাভ করবে।” উক্ত অনুষ্ঠানে সিএমও জনাব মাইদুল ইসলাম ও ক্লেমন-এর ব্র্যান্ড ম্যানেজার জনাব আব্দুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।