বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের হুশিয়ারীর পর পাল্টে গেছে বরিশালের চিত্র। বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ঢাকা- বরিশাল মহাসড়ক আটকে আন্দোলনে হামলা চালিয়েছে বাস শ্রমিকরা। আন্দোলনকারীরা প্রতিরোধ করলে সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হয়েছে একাধিক। বুধবার বিকেল ৫ টার দিকে এ সংঘর্ষ হয়। হামলার পর অবরোধকারীরা সরে পড়ে। পুরো এলাকা শ্রমিকদের দখলে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ড্রাইভার অবরোধ ভেঙ্গে গাড়ি নিয়ে এগুতে চেষ্টা করলে আন্দোলনকারীরা তাকে বেদম মারধোর করে। এদে ক্ষুদ্ধ শ্রমিকরা জড়ো হতে থাকে। তারা রাস্তা আটকে আন্দোলনের বিরুদ্ধে শ্লোগান দেয়। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টা ধাওয়া ও কিলঘুষি। কিছুক্ষণের মধ্যে গোটা বাস টার্মিনাল দখলে নেন শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্র-জনতা।
নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, ‘কেন তারা ড্রাইভারকে মারল। ড্রাইভার নিজেকে রক্ষায় বাসের ছাদে উঠলেও সেখানে গিয়ে ছাত্ররা মারধর করে। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে, তারা যেন শেবাচিমে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এই আন্দোলন আমরা মানি না।’
তবে আন্দোলনে নেতৃত্বদানকারী মহিউদ্দন রনি বলেন নথুল্লাবাদে শ্রমিকেরা তাঁদের ওপর বিকেলে হামলা চালিয়েছেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় জানা গেছে, নতুল্লাবাদ বাস টার্মিনাল শ্রমিকেরা দখলে নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। বর্তমানে কোনো যানবাহন চলছে না।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়। পরে ছাত্ররা বাসস্টান্ড ছেড়ে চলে যান। শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
উল্লেখ্য গতকাল বরিশালে আসেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি চলমান আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির জন্য এক প্রকার হুশিয়ারী দেন। সে সভায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আন্দোলনের নামে অরাজকতার সমালোচনা করেন।