বরিশাল ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে শহীদ মিনার টু সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশের বাধায় আটকে গেছে। লং মার্চ শুরু করার পরপরই শিক্ষকরা বাধার মুখে পড়েন।
মঙ্গলবার বিকেলে তারা এ লং মার্চ শুরু করেন। পরে হাইকোর্টের কাছাকাছি যাওয়ার পরে পদযাত্রাটি বেরিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছেন শিক্ষকরা। শিক্ষকরা জানিয়েছেন, এখানেই অবস্থান নেবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছিলেন, ২০ শতাংশ মানে ২০ শতাংশই। স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এক শতাংশও ছাড় দেবো না। যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।