বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের সকলের প্রিয় ব্যক্তিত্ব ওয়াকার্স পার্টির অন্যতম নেতা, সাংস্বৃতিক ব্যক্তি শান্তি দাস এখন জীবন মৃতু্্যর সন্ধিক্ষণে। আজ তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। আজ সকালে তার অবস্থার অবনতি ঘটলে তার ফকির বাড়ি রোডস্থ বাসায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার পরিবার শান্তিদার রোগমুক্তি কামনায় সকলেের প্রাথনা কামনা করেছেন।তিনি বরিশাল গণ শিল্পি সংস্থার সভাপতি। অত্যন্ত মিশুক এই মানুষটির পাশে এই মুহুর্তে বিত্তবান, প্রশাসন এবং তার সহকমীদের থাকা উচিত বলে মনে করেন সকলে।