বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর: উজিরপুর উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম চুন্নু (৪৫) আর নেই।তিনি ৯মে শনিবার বিকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। সে কয়েক মাস ধরে ব্রেন স্ট্রেক রোগে আক্রন্ত হয়ে মূত্যুও সাথে লড়াই করেন। শিকারপুর বন্দরের পাশেই মুন্ডপাশা গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম ওরফে চনু একজন আলেকিত মানুষ হিসাবে সবার কাছে বেশ পরিচিত ছিলো তার অকাল মূত্যু যেমন এলাকাবাসীকে কান্নায় ভেঙ্গে পরেন। তেমনি তার সহকর্মী শিক্ষকরাও প্রকাশ্যে কান্না করেছেন।
বদরুল ইসলাম ছিলেন একজন সৎ ও মেধাবী মানুষ। শিক্ষক হিসাবেও তিনি বেশ ভাল। সব মিলিয়ে তাকে একজন আলোকিত মানুষ হিসাবে উপদি দেয় সবাই। মূত্যু কালে সে স্ত্রী ১কন্য ও এক পুত্র সন্তান রেখে গেছেন। শনিবার রাতেই তার দাফন সম্পান্ন করা হয়। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাবসা শাখার শিক্ষক হিসাবে দির্ঘ দিন ধরে সুনামের সাথে চাকুরী করেন বদরুল ইসলাম তার আচারনে মুগ্ধ ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অকাল মূত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।