বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর : বরিশালের উজিরপুরের জয়শ্রী বাজারের অদুরে ভরসাকাঠী গ্রামে জমি থেকে উদ্বার হওয়া সেই অজ্ঞত লাশটির পরিচয় মিলেছে। সে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের রব খলিফার স্ত্রী রাজিয়া বেগম (৬০) গত ৩ দিন আগে শনিবার তার স্বামী রব খলিফার সাথে মেয়ের বাড়ি কাজিড়া গ্রাম থেকে বেড়িয়ে আসার পথে বাকী আলী ব্রীজ নামক এলাকা থেকে রাজিয়া বেগম তার স্বামীর কাছ থেকে ১শত টাকা নিয়ে বাবার বাড়ী বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামে যাওয়ার কথা বলে চলে যায়। সে তার বাবার বাড়িতে যাওয়া পথে নিখোজ হন। ১১ মে সোমবার দুপুরে উজিরপুর থানা পুলিশ জয়শ্রী বাজার সংলগ্ন নুরু হাওলাদারের জমির সিমানার উপরে পরে থাকা লাশটি উদ্বার
করেন। ওই লাশের ছবি দেখে রাজিয়া বেগমের পরিবার তাকে সানক্ত করেন। সোমবার রাতে নিহত রাজিয়া বেগমের পুত্র আমিনুল খলিফা ওই লাশটি তার মা রাজিয়া বেগমের বলে সানক্ত করেছেন।
স্থানীয়রা জানিয়েছন, রাজিয়া বেগম একটু মানসিক সমস্যায় ভুগছিলেন সে বিভিন্ন সময় বাড়ি ছেড়ে এদিক সেদিক ঘুরে বেড়াত। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন, উদ্বার হওয়া লাশটি গায়ে কোন অঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে লাশটির পোসমের্ডাম রিপোট আসলেই মূত্যু’র আসল রহৎস্য যানা যাবে। তবে পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।