বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরের ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামঞ্চলের পথে প্রান্তে
বিএন পির কেন্দ্রীয় নেতা সরফুদ্দিন আহম্মেদ দিকনির্দেশনায় ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতারন
করছেন কাওসার মজুমদার।
করোন ভাইরাসে বৃহত্তর বরিশাল অঞ্চলে বিএনপি’র দলের হয়ে প্রথম ত্রান সামগ্রী বিতারন কারী কাওসার মজুমদার গত সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র পক্ষে বেশ কয়েকদিন ধরে দিনরাত একাকার করে অসহায় মানুষের পাশে দাড়িয়ে প্রমান করে দিলেন দেশের প্রয়জনে মানুষের পাশে দাড়ানোর মহৎ উদ্যোগ নিয়ে সবাই এগিয়ে এলে মানুষের উপকার হয়। দানবীরা সরফুদ্দিন আহম্মেদ সান্টু উজিরপুর ও বানারীপাড়া উপজেলার অসহায় মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতারন করেন। উজিরপুর
উপজেলার বিভিন্ন এলাকায় কাওসার মজুমদার নিজ দায়িত্বে দলের নেতাকর্মীদের দ্বারা তার আয়েরও প্রায় ৫ লাখ টাকার খাদ্য সামগ্রী .নগদ অর্থ ও রমজান মাসে ইফতার সামগ্রী বিতারন করে বেশ প্রসংসিত হয়েছেন।
জল্লা, শোলক. বামরাইল, বরাকেঠা. ইউনিয়নের হাজারো দরিদ্র পরিবার গত এক সপ্তাহ ধরে
কাওসার মজুমদারের দেয়া উপহার সামগ্রী পেয়ে মহাখুশি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার দত্তোস্বর গ্রামে ত্রান বিতারন করা হয়। একসমায়ের ছাত্রদলের নেতা কাওসার মজুমদার করোনা ভাইরাসে দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোজখবর নেযার কারনে দলের তৃর্নমূল কর্মীরা বেশ উজ্জিবিত হয়েছেন বলে একাধিক নেতাকর্মীরা সাংবাদকর্মীকে জানিয়েছেন দলের দু:সমায়ে কাওসার মজুমদারের এ অবদানকে তাকে দলের গুরুত্বপূর্ন পদে দেখতে চায় কর্মীরা।