বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ॥ বরিশাল সংবাদ-পত্র হকার্স ইউনিয়নের সদস্যদের নগদ অর্থ ও মাক্স দিয়ে সহায়তার হাত বাড়িয়ে পাসে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল মহানগর ও জেলা কমিটি।
শুক্রবার (১৫ইমে) বেলা ১২ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে বসে হকার্স ইউনিয়নের সদস্যদের হাতে নগদ অর্থের খাম তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল
হক নিলু, মহানগর সদস্য জাফর হোসেন, নজরুল ইসলাম, শাহরুখ তমাল, মিন্টু ও রতন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য ইতি পূর্বে করোনাকালে চিন থেকে প্রাপ্ত চিকিৎসকদের জন্য পিপিই,সার্জিক্যাল এন (৯৫) মাক্স সহ সু-রক্ষা সরঞ্জাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বকির হোসেন সহ চিকিৎসকদের প্রদান করা হয়।
অন্যদিকে নগরীর বিভিন্নস্থানে পথচারী সাধারন মানুষের মাঝে মাক্স বিতরন ও জন সাধারনদের সচেতনতামূলক প্রচার-পত্র বিলি করেন করেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা ও মহানগর কমিটি।