মনপুরা উপজেলা সিপিপির পরিশ্রমী টিম - The Barisal

মনপুরা উপজেলা সিপিপির পরিশ্রমী টিম

  • আপডেট টাইম : মে ২১ ২০২০, ১৮:১৫
  • 1194 বার পঠিত
মনপুরা উপজেলা সিপিপির পরিশ্রমী টিম
সংবাদটি শেয়ার করুন....

মিজানুর রহমান জুয়েল মনপুরা প্রতিনিধি ঃ

ভোলার মনপুরা উপজেলা একটি বিছিন্ন উপজেলা। মেঘনা নদীর রক্তচক্ষু উপেক্ষা করে এই দ্বীপ বাসির জীবন যাত্রা। বিভিন্ন দুযোর্গপূর্ন আবহাওয়ায় দ্বীপ বাসির পাশে থাকেন সিপিপির সেচ্ছাসেবীগন। জনসচেতনতায় মানুষের দোরগোড়ায় মনপুরা সিপিপি। এরফান উল্ল্যা অনি চৌধুরীর নেতৃত্বে সদাসর্বদা প্রস্তুত মনপুরা সিপিপির সেচ্ছাসেবীগন।

দ্বীপ উপজেলা রয়েছে কয়েকটি চর যা মেঘনা নদীর মাঝখানে। জীবন মরন সন্ধিঘনে থাকেন চরের বাসিন্দারা। চরগুলো হলো চরনজরুল, চর সামছুদ্দীন,কাজির চর,চরকলাতলী ও চরনিজাম। এসব চরের বাসিন্দাদের জনসচেতনতা সৃষ্টি করেন সিপিপি সেচ্ছাসেবীগন।
মনপুরা ও চর কলাততী ও চরনিজাম ছাড়া আর কোন চরে নেই আশ্রয়ন কেন্দ্র। ফলে বিভিন্ন দুযোর্গপূর্ন আবহাওয়াতে সিপিপি সেচ্ছাসেবীগনের জীবনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা মুলক প্রচারণা করতে হয় সিপিপি সেচ্ছাসেবীগনকে।

মনপুরা উপজেলা ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত দ্বীপ উপজেলা। মনপুরা উপজেলা রয়েছে ৭৪টি আশ্রয়ন কেন্দ্র। ৮২৫ জন সেচ্ছাসেবী নিয়ে গঠিত হয় মনপুরা উপজেলা সিপিপি সেচ্ছাসেবী টিম। টিম লিডার এরফান উল্ল্যা অনি চৌধুরী। অনি চৌধুরীর নেতৃত্বে সদাসর্বদা প্রস্তুত থাকে সেচ্ছাসেবীগন। নেতৃত্বির প্রতি রয়েছে সিপিপির সেচ্ছাসেবীগনের আগাত আস্থা। যোগ্য নেতৃত্বের ফলে মনপুরা সকল সিপিপির সেচ্ছাসেবীগন উজ্জীবিত।

পারিপারিক ভাবে গড়ে উঠেছেন মানুষের দোরগোড়ায় থেকে অসহায় মানুষের সেবা করার শিক্ষা । বাবা ভোলা ৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য , মরহুম জাফর উল্ল্যাহ চৌধুরী। মাতা মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দুবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী। মনপুরা ঐতিহ্যবাহী পরিবারের সদস্য এরফান উল্ল্যাহ অনি চৌধুরী।

মনপুরা সিপিপি সেচ্ছাসেবীগনের অনেকই অনি চৌধুরীর নেতৃত্বে ও সাহসীকতা দেখে মুগ্ধ , যে কোন পরিস্থিতিতে সামনে থেকে কাজ করার রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। সেচ্ছাসেবী জাকির , জয়নাল,মনির, নাসির সকলেই জানান, দুযোর্গ ছাড়া ও অনি চৌধুরী আমাদের খোঁজ খবর নেন,দুযোর্গকালে প্রতিটি মুহূর্তে রাখে আমাদের সাথে যোগাযোগ। মনপুরা উওর থেকে দক্ষিণ মাথা পযার্ন্ত রয়েছে অনি চৌধুরী সিপিপির সেচ্ছাসেবী ও সাধারণ মানুষের সেবা করার জন্য আপ্রান চেষ্টা।

এ ব্যাপারে অনি চৌধুরী বলেন, যে কোন দুযোর্গ কালে উপজেলা প্রশাসন সিপিপি কে সকল ধরনের সহযোগিতা করে থাকেন।আমি মনপুরা সিপিপি সেচ্ছাসেবীগনের সাথে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি।সকল সেচ্ছাসেবীগন অনেক আন্তরিক। দেশ ও মানুষের জন্য কাজ করতে কোন রকম সংকোচ বোধ করেনা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট