আম্ফানে ক্ষতিগ্রস্থ্যদের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী - The Barisal

আম্ফানে ক্ষতিগ্রস্থ্যদের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী

  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২০:৩৮
  • 720 বার পঠিত
আম্ফানে ক্ষতিগ্রস্থ্যদের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৩ মে।। ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহারা অসহায় মানুষের পূণর্বাসনে এগিয়ে এসেছে সেনা বাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের অন্তর্গত সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের নেতৃত্বে শনিবার সকাল থেকে এ পূর্ণবাসন কার্যক্রম শুরু হয়। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের চৌরাস্তা বাসষ্টান্ড সংলগ্ন বেড়িবাঁধের বাইরের মাদরাসা শিক্ষক মো.আল অমিনের বিধ্বস্ত ঘর নতুন করে নির্মাণ করে দেয়ার মাধ্যমে সেনাবাহিনীর এ পূণর্বাসন কার্যক্রম শুরু করেন ক্যাপ্টেন ওয়াসিফ। সেনাবাহিনী সদস্যরা নিজেরা এ শিক্ষকের নতুন ঘর তুলে দেন।

ক্ষতিগ্রস্থ্য কলাপাড়ার মদিনা তুল উলুম নুরানী মহিলা মাদরাসার শিক্ষক আল আমিন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। মা-বাবা ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েন। ঠিক সেই সময়ে সেনাবাহিনী সদস্যরা কঠোর পরিশ্রম করে তার জন্য ঘর নির্মাণ করে দেয়ায় তিঁনি খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা বাহিনীর প্রতি।

এ ব্যাপারে শেখ হাসিনা সেনা নিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের ক্যাপ্টেন ওয়াসিফ জানান, ঘূর্ণিঝড় আম্পানে কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য গৃহহারাদের তালিকা করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নতুন ঘর নির্মান করে দেয়া হবে। এর আগে তারা আম্পানে ক্ষতিগ্রস্থ্য দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানে পটুয়াখালীর কলাপাড়ার ৭২৪ টি ঘর সম্পূর্ণ  বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্থ্য হয় পাঁচ হাজার ৪৫৫ টি ঘর । যার তালিকা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট