বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রাখতে ৭৪,টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করেছেন উপজেলা প্রশাসন । মঙ্গল ও বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউএনডিপির অর্থায়নে সহযোগী সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম আদালত সহকারি কর্তৃক আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হয়। আশ্রায়ন কেন্দ্রের মধ্যে ২১ টি আশ্রয় কেন্দ্রকে জীবাণু নাশক স্প্রে করা হয়। আশ্রয়ন কেন্দ্রে লোকজন এসেছে প্রায় প্রায় ৩ হাজার। এই আশ্রয়ন কেন্দ্রগুলোতে ঘূর্ণিঝড়ের পূর্বেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে জীবাণু নাশক স্প্রে করে জনগণের থাকার উপযোগী করে রাখা হয়, জনগণের হাত ধোয়ার জন্য রাখা হয় পানির ও সাবান এবং বিতরন করা মাক্সএবং আশ্রয় নেয়া জনগণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
আশ্রয় কেন্দ্রগুলোতে গ্রাম আদালত সহকারীগন নিজেরা উপস্থিত থেকে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যেতে সব রকমের সহযোগিতা করেন এবং নানাবিধ সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।