বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগামীকাল ঈদের দিনটায় আবহাওয়া গরম হবে না খুব একটা। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকায় সকালের পর হালকা বৃষ্টি হতে পারে বলে বলছে আবহাওয়ার পূর্বাভাস। এসব পূর্বাভাসের কথা বলেন ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি আরও বলেন, সার্বিকভাবে ঈদের জামায়াতের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে। এছাড়া টাঙ্গাইল, কুমিল্লা অঞ্চল এবং ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়ারসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।