বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ ঈদ। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে বাড়িতে। যখন ছোট্ট শিশুটির লাশ মিলল কীর্তনখোলা নদীতে। গোসল করতে গিয়ে নিখোঁজ ১০ বছরের ৪৮ ঘন্টা আগে অথাৎ ২৩ মে গোসল করতে গিয়ে শিশু কণ্যা নিপু ডুবে গিয়েছিল।
আজ সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর সাবেক ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখে পরিবার ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।মৃতদেহ উদ্ধারের পর থেকেই ওই পরিবারটিতে ঈদ আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতম।
শিশু নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহত শিশুর মামা শহিদুল সিকদার জানান, ‘গত ২৩ মে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুব দেয় নিপু। এর পর আর উঠে আসেনি সে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা দু’দিন তার সন্ধ্যানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মৃতদেহ উদ্ধারে ব্যর্থ হয়। তবে ঘটনার তিন দিনের মাথায় আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।