বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারসহ ২জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার সকালে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে প্রতারিত জনৈক আকবর আলী মীর।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কটকস্থল (সাউদেরখালপাড়) গ্রামের সিরাজ সরদারের পুত্র হারেজ সরদার দীর্ঘ দিন যাবত তার সহযোগীদের নিয়ে নিজ মুঠো ফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ কথিত জ্বিনের বাদশা হারেজ সরদার ও তার সহযোগী শহীদ বেপারীকে গ্রেপ্তার করে।