বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীতে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা
উপহার দিলেন জেলা প্রশাসক
পটুয়াখালী প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার দিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
২৪ মে রবিবার রাত ৮টায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর পক্ষে প্রেসক্লাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার নিয়ে আসেন এনডিসি দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি দৈনিক রূপান্তরের সম্পাদক কে.এম এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, ট্রেজারার আব্দুস সালাম আরিফ, সাবেক সাধারন সম্পাদক যুগান্তরের প্রতিনিধি মোঃ জাফর খান, সদস্য জাকির মাহমুদ সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ঈদ শুভেচ্ছা উপহার হস্তান্তরকালে জেলা প্রশাসক মোঃ মতিঊল ইসলাম চৌধুরীর পক্ষে সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে ও ঘূর্নিঝড় আম্ফান মোকাবেলায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধ এবং নিজেকে করোনা মুক্ত রাখতে অতিব সতর্কতার সাথে কাজ করারও আহবান জানান।
প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল বর্তমান মহামারি ও দুর্যোগ পরিস্থিতে সাংবাদিকদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার দেয়ার জন্য জেলা প্রশাসক মোঃ মতিঊল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়ে তার সুস্বস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন