বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনা পরিস্থিতির প্রথম থেকে গতকাল ২৫ মে পর্যন্ত জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট প্রায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। আইন লংঘন করায় কারাদন্ড দেয়া হয়েছে ৪৯ জনকে।
জেলা প্রশাসনের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।
জেলা প্রসাসনের দেয়া তথ্য বিবরণী অনুযায়ী বরিশালে করোনা পরিস্থিতির প্রথম থেকে ২৫ মে ২০২০ পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য গঠিত মোবাইল কোর্ট ২৯৭ টি অভিযান পরিচালিত করে। এসব অভিযানে
৪৬২ জনকে জরিমানা করা হয়।জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৬৫৫ টি।
এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৩ লক্ষ ৯১ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় আইন লংঘন করায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে ৪৯ জনকে।
এসময় বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ১২ টি। জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কঠোর অবস্থানের কারনে পুরো রমজানে বরিশালে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে ছিল।