বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল নিউজ।। ভোলায় করোনাময় এই ঈদের দিন ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাবার বিতরন করেছে সামাজিক সংগঠন টিম চিলেকোঠা।
মঙ্গলবার দুপুরে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ৩০০জন কর্মহীন অনাহারী মানুষকে নিজেদের রান্না করা বিরিয়ানি বিতরণ করে সামাজিক সংগঠন টিম চিলেকোঠা। এছাড়াও অন্যান্য থানা গুলো থেকে প্রায় ৪০০ পরিবারকে খাবারের ব্যবস্থা করে দেওয়াসহ মাস্ক ও সচেতনতামূলক প্রচার করা হয়েছে ঈদের দিনেও।
সংগঠনটির সভাপতি সাব্বির মুন্না জানান, নিজেদের অর্থায়ন ও সেচ্ছাসেবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এ কাজটি নিজেরাই করেছি। এই মহামারিকালে গরীব মানুষদের কিছুটা খাবার দিয়ে তাদের সাথে ঈদ করতে পেরে আমরা আনন্দিত। উল্লেখ্য যে লকডাউনের সুচনা লগ্ন থেকে টিম চিলেকোঠা এর সেচ্ছাসেবকরা নিঃস্বার্থ ভাবে করোনা মোকাবেলায় সেবা দিয়ে আসছে।