বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
dav
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার অনুষ্ঠিত উক্ত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আলহাজ্ব আবদুল মন্নান ফকির দেয়ালঘড়ি মার্কা নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বাবুল নিকারী চেয়ার মার্কা পেয়েছেন ১২০ ভোট। সহ-সভাপতি পদে ১৬৭ ভোটে আনারস মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ লোকমান গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহজাহান সিকদার সাজু (হরিন ) পেয়েছেন ৮২ ভোট। সাধারন সম্পাদক পদে বই মার্কা নিয়ে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম ভুইয়া। তার প্রতি প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ সেলিম হাওলাদার (কাপ পিরিচ) পেয়েছেন ১০৭ ভোট। সবচেয়ে বেশী ভোট পেয়ে ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদ আলী সিকদার (তালা চাবি)। তিনি ভোট পেয়েছেন ১৯৭ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শামীম মৃধা (দোয়াত কলম) পেয়েছেন ১৫০ ভোট। দুটি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ মৃধা (মাছ)। তিনি ভোট পেয়েছেন ১৫৬ ভোট। অপর নির্বাচিত পরিচালক মোঃ লিমন হাওলাদার (মোরগ) পেয়েছেন ১৪৯ ভোট।
এ নির্বাচনে ৩৬৪ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিস্ট শ্রমিক সংগঠক মোঃ নাসির উদ্দিন খান। সদস্য ছিলেন মোঃ মুরাদ মোল্লা ও মোঃ আবদুল হক। তাদেরকে সহযোগিতা করেন শ্রমিক সংগঠক সমির কর্মকার। নির্বাচিত সভাপতি আঃ মন্নান ফকির ও সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভুইয়া সমতির সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের শুভেচ্ছা জানান। #