বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যার বিচারের দাবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাউফল উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ মে বেলা ১১টায় বাউফল থানা ডাক বাংলোর সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত তাপসের মা রীনা রানী দাস, ভাই পঙ্কজ দাস, হিন্দু বৌদ্ধ খিস্টান ঔক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি খোকন চন্দ্র দাস ও জিতেন্দ্র নাথ রয়, কালিশুরী ডিগ্রী কলেজের প্রভাষক সজল কুমার হালদার ও পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল।
ওই সময় বক্তারা প্রকৃত খুনিদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবী জানান। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের মাধ্যমে নিহতের ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। #