বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ত্রান বিতরন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সদস্যরা।
গতকাল ২৯ মে শুক্রবার সকাল ১০টায় নতুন বাজার পাষানময়ী কালি মাতা মন্দির প্রাঙ্গনে পরিষদের কতক সদস্যদের নিজেদের অর্থায়নে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের প্রভাবে কর্মহীন অসহায় শতাধিক দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কমিটির উপদেষ্ঠা সাবেক সিভিল সার্জন সদস্য ডাঃ জগন্নাথ পাল, তপন কর্মকার ও মংথান তালুকদার, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পুষ্প রানী সাহা, এড. বিভা রানী সাহা, সমির কর্মকার, চিন্ময় বণিক, স্বপন
চক্রবর্তী, সুভাষ চন্দ্র হালদার, তপন দাস, বিপ্লব দাস প্রমুখ। নির্ধারিত ১’শ ১০ জনকে ত্রান বিতরন শেষে সেখানে উপস্থিত ১০-১৫ জনকে কিছু নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস জানান।