বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল নিউজঃঃ বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী পরিবহনের সময় দুটি মাইক্রোবাস সহ চার জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
অতিঃ উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ আবুল কালাম আজাদ এবং সহকারী পুলিশ কমিশনার এযারপোর্ট জোন নাসরীন জাহান এর নেতৃত্বে এস আই মোস্তাফিজ ও এস আই এনামুল হক সহ সঙ্গীয় টিম বিএমপি এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহন কালে দুটি মাইক্রোবাস আটক করেন। এসময় চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- (১) মোঃ শফিকুল ইসলান (৫৯), পিং- মৃতঃ রোকন উদ্দিন মোল্লা, সাং- শ্রীপুর, থানাঃ কাশিয়ানি, জেলাঃ গোপালগঞ্জ (মাইক্রো ড্রাইভার)। (২) মোঃ ফিরোজ আলম (৩৮), পিং- জোনাব আলী হাং, সাং- চরকয়া, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি, (মাইক্রো ড্রাইভার)। (৩) আল আমীন (৪০), পিং- মৃঃ নুর মোহাম্মদ, সাং- শেরেবাংলা সড়ক ২৮ নং ওয়ার্ড, থানাঃ এয়ারপোর্ট, বরিশাল (দালাল)। (৪) মোঃ সোহেল রানা (২০), পিং- মো বাবলু, সাং- চর শিবলী, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন আটক ০১ ও ০২ নং আসামি দুই ড্রাইভারকে মোট ৪০০০/- টাকা, ০৩ নং আসামি দালালকে ৩০০০/- টাকা জরিমানা করেন এবং ০৪ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে খালাস দেন ।
এ সময় তারা জানান, তাদের অভিযান কার্যক্রম চলমান থাকবে। যেকোন অনিয়ম নিয়ন্ত্রণে বিএমপি
☎ 01769-690126 হটলাইনে কল করার জন্য বলা হয়েছে।