বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের প্রভাবে কর্মহীন অসহায় ক্ষুদ্র ফুচকা ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী ত্রান বিতরন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্ঝেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।
গতকাল ৩০ মে শনিবার সকাল ১১টায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন ফুচকা স্পট ঝাউবন এলাকায় জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া অর্ধশতাধিক ফুচকা ব্যবসায়ীদর হাতে খাদ্য সামগ্রী ত্রান তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন তার ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মোঃ তাহের রহমান বিজয়, জেলা যুব রেডক্রিসেন্টের যুব প্রধান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন প্রমুখ।
এ খাদ্য সামগ্রী ত্রান পেয়ে কর্মহীন অসহায় ক্ষুদ্র ফুচকা ব্যবসায়ীরা খুব খুশী হয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত ত্রান বিতরনকালে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া উপস্থিত সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য
আহবান জানান।