বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে আরো ২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে বরিশালে ২৩০জন রোগি সনাক্ত হল। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত চাঁদমারি এলাকার ৩ জন, রুপাতলি এলাকার ২ জন, আলেকান্দা, আমতলা, ভাটিখানা, নাজির মহল্লা প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৯ জন সদস্য ও ১ জন পরিবারের সদস্য সহ মোট ২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।
আজ ২৯ মে এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। গত ২৬ মে আরোগ্য লাভ করা ২ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।