বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলায় বজ্রপাতে এক বালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪ টায় বেতাগী উপজেলার সরিষামুড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বজ্রপাতে নিহত বালকের নাম মো. মিজানুর (১৪)। সে সড়িষামুড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. বেল্লালের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এরই প্রেক্ষিতে বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর।
বেতাগী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতর পরিবারকে দাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে।